জনতার মুখোমুখি অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের ,মেয়র এ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 887 0
জনতার মুখোমুখি অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, এ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আলমগীর কবীর, গাজীপুর থেকে
গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন জোন-৫ এর আয়োজনে সালনা নাসির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জনতার মুখোমুখি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নগরপিতা এ্যাড. মুহাম্ম দ জাহাঙ্গীর আলম, সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, এই সময় সাধারণ জনগনের চাওয়া-পাওয়া উন্নয়ন সকল সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন ও জনগনের প্রত্যাশিত চাওয়া পাওয়া পূরণ হবে বলে জনগনকে আশ্বাস দেন এ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন পৃথিবীর অনেক দেশে বিদ্যুৎ লাইন মাটির নিচে স্থাপন করা, আগামীতে আমাদের গাজীপুরে বৈদ্যুতিক লাইন হবে মাটির নিচে। আগামী দুই বছরের মধ্যে জাপানের সহায়তায় ভাল মানের ১০ টি স্কুল কলেজ করা হবে।
সিটি কর্পোরেশনে সকল এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে, যাতে করে চুরি ডাকাতি, ছিনতাই সহ যেকোন অপরাধমুলক কর্মকান্ড ঘটলে তা ধরা পড়ে। রোড ঘাট, আবাসিক এলাকা, শিল্প এলাকা বানিজ্যিক এলাকা গুলোকে গণশুনানির মাধ্যমে মাস্টার ম্যাপ অনুযায়ী উন্নয়ন করা হবে। উক্ত জনতার মুখোমুখি উন্মুক্ত প্রশ্নের উত্তর অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলগণ উপস্থিত ও ছিলেন।